যুব ফুটবল দলের খোঁজখবর নিচ্ছে বাফুফে

যুব ফুটবল দলের খোঁজখবর নিচ্ছে বাফুফে

বাংলাদেশ যুব ফুটবল দল ভারতের অরুণাচলে গেছে মঙ্গলবার। সেখানে ৯ মে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। ওইদিন মধ্যরাত থেকে শুরু হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধ। দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত। এরই মধ্যে বেশ কিছু সামরিক বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে যুব ফুটবলার দলের প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বুধবার দুপুরে বাফুফের অন্যতম সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জাগো নিউজকে বলেন, ‘যেখানে যুদ্ধ চলছে সেখান থেকে অরুণাচল অনেক দূরে। এখন পর্যন্ত যুদ্ধের কোনো প্রভাব এইদিকে পড়েনি। তারপরও আমরা সতর্ক নজর রাখছি। কারণ যুদ্ধ পরিস্থিতি যেকোনো সময় যেকোনো জায়গায় সমস্যা তৈরি হতে পারে।’

বাফুফে সহসভাপতি আরও বলেন, ‘আমাদের এ বিষয়ে নজরদারি আছে। প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছি এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকই। আজ বিকালে আমাদের ছেলেদের অনুশীলন করার কথা রয়েছে।’

ফিকশ্চার
গ্রুপ- ‘এ’: বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ
গ্রুপ ‘বি’: ভারত, নেপাল, শ্রীলঙ্কা।
বাংলাদেশের ম্যাচগুলো
০৯.০৫.২৫ : বাংলাদেশ-মালদ্বীপ
১১.০৫.২৫ : বাংলাদেশ-ভুটান