
‘দাগি’ আসলে কেমন সিনেমা
বেশ কয়েক বছর ধরে ঈদকে কেন্দ্র করে নির্মিত সিনেমাগুলো নিয়েই বেশি আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে, যা সত্যিই সিনেমাশিল্পের জন্য আশাব্যঞ্জক। এবারের ঈদে মুক্তি পাওয়া একদম সামাজিক ও পারিবারিক সিনেমা ‘দাগি’র নানা দিক নিয়ে আলোচনায় আসা যাক। দাগি আসামির সাজা খাটার পর স্বাভাবিক জীবনে ফিরে আসাকেন্দ্রিক আত্মপীড়া, অনুকম্পা ও অনুশোচনাকে উপজীব্য করে সিনেমার কাহিনি। দীর্ঘদিন পরে দর্শকেরা এমন একটি সিনেমা দেখতে পাচ্ছে, যেটা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়। ভরপুর গালাগাল ও অশ্লীল সংলাপ ব্যবহারের প্রবণতাকে বাদ দিয়ে স্বাভাবিক ভাষা ব্যবহারের জন্য এ সিনেমাটি ভবিষ্যতে অনেক নির্মাতাদের আলাদাভাবে পথ দেখাবে। দৈনন্দিন সাধারণ মানুষের ব্যবহৃত ভাষা ও সব বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংলাপের বিন্যাসে পরিচালক অনবদ্য মুনশিয়ানা দেখিয়েছেন। এই সিনেমায় অর্থপূর্ণ হিন্দু ও উর্দু শায়েরি যেভাবে যুক্ত করা হয়েছে, সেটা সম্ভবত আর কোনো বাংলা সিনেমায় আগে কখনো হয়েছে বলে মনে পড়ে না, যা সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।২৯ এপ্রিল, ২০২৫