তৌসিফ মাহবুবছবি : তৌসিফের ফেসবুক

কাঠের বলে খেলতে গিয়ে চোট পেয়ে তৌসিফ ফিরলেন শুটিংয়ে

কাল সোমবার (৫ মে) বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তারকাদের অংশগ্রহণে সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি)। এই আয়োজনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে জমে উঠেছিল তারকাদের প্র্যাকটিস সেশন। তৌসিফ মাহবুবও খেলতে প্রস্তুত ছিলেন ‘টাইটানস’ দলের হয়ে। কিন্তু শনিবার প্র্যাকটিসের সময় পায়ের আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে তাঁকে।

আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে তৌসিফ বলেন, ‘এবার কাঠের বলে খেলা হচ্ছিল। অনেকে আগেই সাবধান করেছিল। গতকাল পায়ের আঙুলে বল লাগার পর থেকেই ব্যথা অনুভব করছি। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। তবে এখন অবস্থা এমন যে ক্রিকেট বল দেখলেই ভয় লাগে। খেলার মতো অবস্থায় আছি, কিন্তু কোনো বড় দুর্ঘটনা হলে পরে আফসোস করব, এ কারণেই সরে এসেছি।’

ক্রিকেটের ব্যাট-প্যাড সরিয়ে শুটিংয়ে মনোযোগ দিচ্ছেন তৌসিফ। ৬ মে থেকে হাসিব হোসেনের পরিচালনায় একটি নতুন নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এতে তাঁর সহশিল্পী থাকছেন তটিনী। তৌসিফ বলেন, ‘ক্রিকেট খেলার জন্য শুটিং কয়েক দিন পেছানো হয়েছিল। এখন যেহেতু খেলা হচ্ছে না, তাই কাজটা সেরে নেওয়াই যৌক্তিক মনে হয়েছে।’

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালসহ মোট ম্যাচ হবে সাতটি, চলবে ১২ মে পর্যন্ত। প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অংশ নেওয়া চারটি দলের নাম—টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স। প্রতিটি দলের নেতৃত্বে থাকছেন চারজন নির্মাতা—মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরী।