পায়ের চোট নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা অজিত কুমার। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ গ্রহণ করতে দিল্লিতে গিয়েছিলেন এই অভিনেতা। সেখান থেকে ফেরার পথে চেন্নাই বিমানবন্দরে তাঁকে একপলক দেখতে ভক্তরা ঘিরে ধরেন। আর এ ভিড়ের মধ্যেই পায়ে আঘাত পান তিনি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ফিজিওথেরাপি চলছে। বুধবার সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
অজিত কুমারের চোটের বিষয়ে তাঁর মুখপাত্র জানিয়েছে, চেন্নাই বিমানবন্দরে ভক্তরা ঘিরে ধরেন অজিতকে। তাঁকে একটু কাছ থেকে দেখতে হুড়োহুড়ি লেগে যায় সেখানে। ভিড়ের মধ্যে চোট পেয়েছেন অভিনেতা।
অভিনয়ের বাইরে অজিত কুমার নিয়মিত রেস করেন। তাঁর মুখপাত্র এ–ও জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই বেলজিয়ামে আয়োজিত ১২ এইচ রেস ইভেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারকা। এর মধ্যে এমন চোট পেয়েছেন বলে খুব চিন্তিত হয়ে পড়েছেন অভিনেতা। তাই দ্রুত সুস্থ হতে মরিয়া তিনি।
উল্লেখ্য, সম্প্রতি তামিল ছবি ‘গুড ব্যাড আগলি’–তে অভিনয় করেছেন অজিত। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে।