ভোগ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
একটি কিউরিও শপ থেকে হঠাৎ একট পিতলের মূর্তি আসে একজন একাকী মানুষের হাতে। ঠিক এর পর থেকে এই মূর্তিকে ঘিরেই বদলাতে থাকে তার জীবন। সিরিজের পরতে পরতে উন্মোচন হবে রহস্য।
এমন গল্প নিয়ে অভীক সরকারের কাহিনি অবলম্বনে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন অতিপ্রাকৃত সিরিজ। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র।
কোস্টাও
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি-ফাইভ
দিনক্ষণ: চলমান
গোয়ার এক কাস্টমস অফিসার কোস্টাও ফার্নান্দেজের জীবন অবলম্বনে নির্মিত সিনেমা। চোরাচালান রোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কোস্টাও। কিন্তু এক অভিযানে গিয়ে ঘটে দুর্ঘটনা; যা বদলে দেয় কোস্টাওর জীবন।
এমন গল্প নিয়ে নির্মিত সিনেমায় কোস্টাওর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। এ ছাড়া তাঁর স্ত্রীর চরিত্রে আছেন প্রিয়া বাপাট। সিনেমাটি পরিচালনা করেছেন সেজাল শাহ।
অ্যানজি: ফেক লাইভ, ট্রু ক্রাইম
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০০৮ সালের ফেব্রুয়ারিতে ফ্যাশন ডিজাইনার আন পাজকে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি প্লাস্টিকের ব্যাগে নগ্ন অবস্থায় পাওয়া যায় তাঁর মৃতদেহ। পুলিশের ধারণা ছিল, এটি কোনো যৌন অপরাধ ঘটিত হত্যাকাণ্ড।
পরে প্রকাশ্যে আসে প্রকৃত সত্য। আলোচিত সেই ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিরিজ তথ্যচিত্রটি। স্প্যানিশ তথ্যচিত্রটি নির্মাণ করেছেন কার্লোস আহুলো।
অ্যানাদার সিম্পল ফেভার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষন: চলমান
২০১৮ সালে মুক্তির পর আলোচিত হয়েছিল আ সিম্পল ফেভার সিনেমাটি। সাত বছর পর এসেছে এটির সিকুয়েল। ব্ল্যাক কমেডি মিস্ট্রি ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন ব্লেইক লাইভলি, আনা কেনড্রিক, হেনরি গোল্ডিং।
পরিচালনা করেছেন পল ফেইগ। এবারের কিস্তি আবর্তিত হয়েছে ইতালির এক দ্বীপে ধনকুবেরের বিয়েকে কেন্দ্রকে। এক রহস্যময় খুন বিয়ের অনুষ্ঠানকে বিষাদে পরিণত করে। কী আছে এই খুনের পেছনে?