‘আয়রন ম্যান’–খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র চরিত্রে শাহরুখ খান অভিনয় করলে কেমন দেখাত? সেটাই শাহরুখ–ভক্তরা ‘পিক্সআর্ট’ অ্যাপসের মাধ্যমে করেছেনছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সত্যি কি মার্ভেলের নতুন সুপারহিরো হচ্ছেন শাহরুখ খান

বছর দুয়েক আগের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড তারকা শাহরুখের কিছু ছবি (বানানো) ভাইরাল হয়। ‘পিক্সআর্ট’ অ্যাপসের মাধ্যমে শাহরুখ–ভক্তদের বানানো সেই ছবিগুলোতে জনপ্রিয় কল্পকাহিনির সুপারহিরোদের রূপে দেখা যায় শাহরুখকে। অতিপ্রাকৃত বা অতিমানবীয় ক্ষমতার অধিকারী এসব চরিত্র সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয়। ‘আয়রন ম্যান’, ‘থর’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’সহ বেশ কিছু চরিত্রে যদি শাহরুখ খান অভিনয় করতেন, তাহলে এই বলিউড বাদশাকে কেমন দেখাত?সেটাই দেখিয়েছেন শাহরুখ–ভক্তরা। এবার শোনা যাচ্ছে, বলিউড কা বাদশা শাহরুখ মার্বেল–এ নাম লেখাচ্ছেন।
অবশ্য এর আগেও শাহরুখকে নিয়ে একাধিকবার গুঞ্জন শোনা গেছে, তিনি অভিনয় করতে চলেছেন হলিউডের সিনেমায়। তবে সেই গুঞ্জন পুরোদস্তুর বাস্তবে রূপ নেয়নি।

শাহরুখ–ভক্তরা অবশ্য আশা ছাড়েননি। তাঁরা আশা করে আছেন, বলিউডের আঙিনা থেকে হলিউডে নিজের প্রতিভার স্বাক্ষর রাখবেন শাহরুখ। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, শাহরুখকের হলিউডে নাম লেখানো অনেকটাই চূড়ান্ত। শোনা যাচ্ছে, কিং খান নাকি মার্ভেল স্টুডিওর সঙ্গে এক সম্ভাব্য চরিত্র নিয়ে প্রাথমিক কথাবার্তা বলছেন। এমন খবর সামনে আসতেই বলিউড থেকে হলিউড—সর্বত্র আলোচনা শুরু হয়েছে। ভক্তদের মনে একটাই প্রশ্ন, এবার কি তবে শাহরুখ মার্ভেলের সুপারহিরো?

সম্প্রতি এক্সের (সাবেক টুইটার) একটি জনপ্রিয় অ্যাকাউন্ট ‘মার্ভেললিকস২২’ একটি ছবি পোস্ট করে দাবি করে, শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সঙ্গে আলোচনায় রয়েছেন। ছবির সঙ্গে সরাসরি কিছু লেখা না থাকলেও কিছুক্ষণের জন্য একটি পোস্টে লেখা ছিল, ‘সংবাদ/গুজব: শাহরুখ খান নাকি মার্ভেলের সঙ্গে ভবিষ্যতের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন।’ অবশ্য, পরে পোস্টটি ডিলেট করা হয়। কিন্তু শাহরুখ–ভক্তরা এ নিয়ে চর্চা শুরু করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই গুঞ্জনে এর আগে নতুন মাত্রা যোগ করেছিলেন অ্যান্থনি ম্যাকি, যিনি এখন মার্ভেলের নতুন ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি বলিউড থেকে কাউকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এ নিতে হয়, তাহলে আমার পছন্দ একজনই, তিনি শাহরুখ খান। উনি এককথায় অসাধারণ।’

শুধু তা–ই নয়, ২০১৮ সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন, শাহরুখকে তিনি মার্ভেলের ছবিতে দেখতে চান।
এদিকে ২০২৩ সালে ‘দ্য মার্ভেলস’ সিনেমার পরিচালক নিয়া ডিকস্টাও শাহরুখের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ‘শাহরুখ খান একজন কিংবদন্তি। তা–ই না?’
বলে নেওয়া ভালো, খোদ শাহরুখ হলিউড নিয়ে খুব বেশি আশাবাদী নন। ২০০৮ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবের আগে শাহরুখ বলেছিলেন যে তিনি পশ্চিমা চলচ্চিত্রের জন্য যথেষ্ট প্রতিভাবান নন। তিনি এটাও বলেছিলেন যে তিনি কুংফু ও সালসা জানেন না এবং তিনি যথেষ্ট লম্বাও নন। এমনকি তিনি বলেছিলেন যে বলিউডে একজন অভিনেতা হিসেবে তিনি যে ধরনের অভ্যর্থনা পেয়েছেন, তাতে তিনি বিস্মিত, কৃতজ্ঞ।