কয়রায় রুহুল কুদ্দুস সরদারকে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরাছবি: প্রথম আলো

কয়রায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

খুলনার কয়রায় এক বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে সরেজমিনে ভুক্তভোগী রুহুল কুদ্দুস সরদারের বাড়িতে গিয়ে দেখা যায়, আধা পাকা ঘরের বারান্দায় খাটের ওপর শুয়ে আছেন তিনি। গ্রামের অনেক মানুষ ভিড় করে আছে আশপাশে।

রুহুল কুদ্দুস সরদার জানান, গতকাল রাতে তিনি বাড়িতে একা ছিলেন। কালো কাপড়ে মুখ ঢাকা পাঁচজন বাড়িতে ঢুকে তাঁকে বেঁধে ফেলে। তাঁরা ঘরে থাকা ৮৫ হাজার টাকা এবং প্রায় সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।

রুহুল কুদ্দুস বলেন, ‘আমাদের এলাকায় এ রকম ডাকাতির ঘটনা আগে কখনো ঘটেনি। এ জন্য আমরাও অতটা প্রস্তুত ছিলাম না। আমার বাড়িটাও ফাঁকা জায়গায়, আশপাশের মানুষের বাড়িঘরও বেশ দূরে। সারা রাত হাত-পা বাঁধা অবস্থায় বারান্দায় পড়ে ছিলাম। সকালে আমার স্ত্রী আর মেয়ে বাড়িতে এসে আমার বাঁধন খুলে দিয়েছে।’

ডাকাতির বিষয় পুলিশকে জানানো হয়েছে কি না, জানতে চাইলে রুহুল কুদ্দুস বলেন, ‘পার্শ্ববর্তী আমাদী পুলিশ ফাঁড়ি থেকে দারোগা এসে সকালে ঘুরে গিয়েছেন। সবকিছুর ভিডিও ধারণ করে নিয়ে গেছেন তিনি। আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে। সে খবর পেয়ে ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। ছেলে বাড়িতে এলে থানায় লিখিত অভিযোগ দেব। ডাকাতদের কাউকে আমি চিনতে পারিনি। পাঁচজনের মধ্যে দুজন কথা বলেছিল। তাদের কথা বলার ধরনও আলাদা। আমাদের এই অঞ্চলের মতো না।’

আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।