ঢাকা: রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল যুবকরা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও বনশ্রী ফরাজী হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। একটি বাস দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে ওই দুই যুবক মারা যায়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। পরবর্তী একটি বাসের চাপায় দুইজন ঘটনাস্থলে মারা যায়। প্রাথমিকভাবে তাদের নামটা পাওয়া গেল বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে নিহত দুইজন সম্পর্কে কী হয় তা জানা যায়নি তবে একই এলাকায় তাদের বাসা বলে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।