প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫

ভয়কে জয়ের মন্ত্রে গান বেঁধেছেন সংগীতশিল্পী ও সুরকার জেফার রহমান। ‘তীর’ শিরোনামে গানের ভিডিও চিত্র প্রকাশিত হবে শিগগিরই।
গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গীতিকার আদিব কবিরের সঙ্গে যৌথভাবে গানের কথাও লিখেছেন তিনি।
শনিবার গানের পোস্টার প্রকাশ করেছেন জেফার। পোস্টারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই গায়িকা। গানের বিষয়বস্তু নিয়ে আজ প্রথম আলোকে বলেন, ভয়ের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে গানটি বেঁধেছেন তাঁরা।
জেফার জানান, গানটি ২০২১ সালের দিকে প্রথমবার সুর করেছেন। তবে গানটির কাজ শেষ করা হয়নি। ২০২৪ সালে কাজ শেষ করেছেন।
গানের সংগীত আয়োজন করেছেন আদিব কবির। গানটি আজ জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানের ভিডিও চিত্রের কনসেপ্ট ও সৃজনশীল পরিচালনা করেছেন জেফার। দেখো স্টুডিওর ব্যানারে ভিডিও চিত্র পরিচালনা করেছেন পার্থ শেখ।