‘সিনেমার মতো আমাদের বাসাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল,’ বললেন জয়া আহসানের মা
প্রকাশ: ১৮ মে, ২০২৫

সিনেমা তখন শেষ। করতালিতে মুখর প্রেক্ষাগৃহ। এর মধ্যেই টিস্যু দিয়ে চোখের কোনা পরিষ্কার করছিলেন অভিনেত্রী জয়া আহসানের মা রেহানা মাসউদ। তিনি মেয়ের অভিনীত ‘জয়া আর শারমীন’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গতকাল শনিবার উপস্থিত হয়েছিলেন। সিনেমাটি এবং মেয়ের অভিনয় তাঁকে আবেগপ্রবণ করে তোলে। সিনেমার শেষ টাইটেল পর্যন্ত তাকিয়ে রইলেন এই মা। জানতে চাইলাম, ‘মেয়ের অভিনয় কেমন লাগল?’ তিনি কিছুটা চুপ থেকে বলেন, ‘কি আর অভিনয় করল মেয়ে।’
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন পিপলু আর খান। সিনেমাটি প্রথম দিনেই দেখেছেন জয়ার মা। দ্বিতীয়বার দেখার জন্য গতকাল বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন দুই মেয়ের সঙ্গে। কথার শুরুতেই তিনি জানালেন, গণমাধ্যমের মুখোমুখি হতে চান না। তবে মেয়ের অভিনয় প্রসঙ্গে জানতে চাওয়ায় আর না করতে পারলেন না।
মেয়ের অভিনয় সব সময়ই তাঁর পছন্দের। মেয়ের বেশির ভাগ সিনেমাই একাধিকবার দেখা। রেহানা মাসউদ বলেন, ‘মেয়ে ও শারমীন দুজনেরই অভিনয় ভালো লেগেছে। দুজনই অসাধারণ অভিনয় করেছে। এটা অ্যাকচুয়ালি অভিনয় নয়, প্র্যাকটিক্যাল এমন ঘটনাটা ঘটেছিল করোনার সময়ে। সেটাই গল্পে তুলে ধরা হয়েছিল। করোনার মধ্যে আমাদের জীবন কেমন ছিল, সেটাই তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে, সেই সময়েই ফিরে গেছি। সেই ফিলটা সিনেমায় পেয়েছি।’
সিনেমায় দেখানো হয় করোনা শুরু সময়ের দিনগুলোর চিত্র। সেখানে তারকা জয়ার জীবনের গল্পই মুখ্য হয়ে ওঠে। মেয়ের এই দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন এই মা। করোনার সেই সময়টা মা ও মেয়ে কীভাবে কাটিয়েছিলেন, সেসব চিত্রই ভিন্নভাবে উঠে এসেছে সিনেমায়। সেই সব দিন নিয়ে জানতে চাইতেই, মেয়ের সঙ্গে করোনার সেই দিনগুলোর স্মৃতিতে ফিরে গেলেন জয়ার মা। যে দিনগুলোতে মা ও মেয়ের মধ্যে পরিস্থিতি তৈরি করেছিল দূরত্বের দেয়াল।
জয়া আহসানের মা বলেন, ‘করোনার সময়ে আমি নিজেও এক মাস অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। এর মধ্যে জয়াও অসুস্থ হয়ে ঘরবন্দী থেকেছে, চিকিৎসা নিয়েছে। কখনো মানসিক ভাবে কিছুটা খারাপ সময় গেছে। সিনেমার মতো আমাদের বাসাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরাও সচেতন থেকেছি। দূরত্ব বজায় রেখেছি। জয়া একটা ঘরে থাকত। তাঁর খাবার ওয়ান টাইম প্লেটে দরজার সামনে দিয়ে আসতাম। বাস্তবে আমাদের জীবনে যা ঘটেছে, সবই সিনেমায় তুলে ধরা হয়েছে।’
‘জয়া আর শারমীন’ সিনেমা জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যদিকে জয়ার গৃহকর্মী শারমীন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার।
আরও পড়ুন