Advertisement

সাকিবের কীর্তি ছুঁলেন তাইজুল

প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৪

সাকিবের কীর্তি ছুঁলেন তাইজুল
সাকিবের কীর্তি ছুঁলেন তাইজুল

মিরপুরে ব্যাটারদের ব্যর্থতার পর বল হাতে দক্ষিণ আফ্রিকাকে জবাব দিয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম। শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর বাকি উইকেটগুলো আসে তাইজুলের হাত ধরে। একইসঙ্গে দারুণ এক কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে পূর্ণ করেন ২০০ উইকেট।

ইনিংসের দ্বাদশ ওভারে ট্রিস্টান স্টাবসকে ফিরিয়ে শুরুটা হয় তাইজুলের। এরপর শিকার করেন ডেভিড বেডিংহ্যাম, টনি ডি জর্জি ও ম্যাথিউ ব্রিটজকে। এই চার উইকেট নিয়েই টেস্ট ক্রিকেটে তিনি স্পর্শ করেন সাকিব আল হাসানের কীর্তিকে। ৫৪ ম্যাচে দুইশ উইকেট শিকার করা সাকিবের চেয়েও অবশ্য দ্রুততম তাইজুল। তার এই মাইলফলকে পৌঁছাতে লাগে ৪৮ ম্যাচ। ১৮৩ উইকেট নিয়ে তালিকার তৃতীয়জন মেহেদি হাসান মিরাজ।

এই কীর্তি গড়ার পর আরও একটি উইকেট তুলে নেন তাইজুল। সঙ্গে পূর্ণ করেন ক্যারিয়ারের ১৩তম ফাইফার। তার অফ স্টাম্পের বাইরে করা বল কাট করার জন্য পেছনের পায়ে গিয়েছিলেন রায়ান রিকেলটন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। এতেই পূর্ণ হয়ে যায় তাইজুলের ফাইফার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩৮ রান। বাংলাদেশের থেকে ৩২ রান এগিয়ে আছে তারা।

আরও পড়ুন

Lading . . .