ইন্টারের কাছে হেরে রেফারিং নিয়ে ক্ষোভ বার্সেলোনার
প্রকাশ: ৭ মে, ২০২৫

প্রথম লেগে ৩-৩ গোলের থ্রিলার। ফিরতি লেগেও একই অবস্থা। পুরো ৯০ মিনিটের খেলা শেষে একই ফল, ৩-৩। বিজয়ী নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে গিয়েই বাজিমাত করে ইন্টার মিলান। ডেভিড ফ্রাত্তেসির ৯৯তম মিনিটের গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালির ক্লাবটি।
থ্রিলার ম্যাচে ৩ গোল দিয়েও জিততে পারলো না বার্সা। বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। তবে বিদায় নেয়ার পর ম্যাচের রেফারি সাইমন মার্সিনিয়াকের ওপরই এক পশলা ক্ষোভ ঝাড়লো বার্সেলোনা। কোচ হান্সি ফ্লিন, মিড ফিল্ডার পেদ্রি ক্ষোভের সঙ্গে রেফারিংয়ের সমালোচনা করেন। পেদ্রি তো উয়েফাকে আহ্বান জানিয়েছেন, রেফারিংয়ের বিষয়টা দেখার জন্য।
প্রথম লেগের মতো ফিরতি লেগেও জোড়া গোলে পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরায় বার্সা; কিন্তু অতিরিক্ত সময় চতুর্থ গোল হজম করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রেফারির ওপর ক্ষোভ উগরে দেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক।
দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রথমত, পাও কুবারসির বিরুদ্ধে সিদ্ধান্ত, যার ফলে পেনাল্টি দেওয়া হয় ইন্টার মিলানকে। দ্বিতীয়ত, বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফাউল করা সত্ত্বেও পেনাল্টির পরিবর্তে ফ্রি-কিক দেওয়া হয়। মাঠে বার্সার খেলোয়াড়রা এবং রিজার্ভ বেঞ্চও এ নিয়ে প্রতিবাদ জানায়।
ফ্লিক বলেন, ‘আমি রেফারি নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। তবে সমস্ত ফিফটি-ফিফটি সিদ্ধান্তই ইন্টারের পক্ষে গেছে। আমি হতাশ, তবে আমার দলকে নিয়ে নয়। ওরা আপ্রাণ চেষ্টা করেছে। আমরা আউট হয়ে গেছি। তবে পরের বছর ফ্যানদের খুশি করার চেষ্টা করব। আমি দুঃখিত। আমার দল ভাল খেলেছে। আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। আমি কি মনে করছি, সেটা আমি রেফারিকে সরাসরি বলেছি। যা এখানে বলতে চাই না।’
বার্সার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি উয়েফার কাছে আরজি জানালেন, তারা যেন মঙ্গলবার রাতে বার্সা-ইন্টার ম্যাচে রেফারির পারফরম্যান্স মূল্যায়ন করেন। পেদ্রি বলেন, ‘আমাদের সঙ্গে রেফারিদের বাজে আচরণের নজির এটাই প্রথম নয়। উয়েফার উচিৎ এ বিষয়টাকে নজর দেয়া।’
কোচ হান্সি ফ্লিকের মত পেদ্রি বলেন, ‘প্রতিটি ফিফটি-ফিফটি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। এ বিষয়গুলো কেন হয়, আমি বুঝতে পারি না। এমনকি এগুলো ব্যাখ্যাযোগ্যও নয়।’
আরও পড়ুন