Advertisement
  • হোম
  • শিক্ষা
  • নেদারল্যান্ডসের এনএল বৃত্তি, ৫ হাজার ইউরোসহ নানা স...

নেদারল্যান্ডসের এনএল বৃত্তি, ৫ হাজার ইউরোসহ নানা সুবিধা

প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫

এআই/প্রথম আলো
এআই/প্রথম আলো

নেদারল্যান্ডস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য একটি বৃত্তি আছে। এর নাম ‘এনএল স্কলারশিপ’। আগে এটি হল্যান্ড স্কলারশিপ নামে পরিচিত ছিল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। স্কলারশিপটি নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হয়। এই বৃত্তিতে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায়। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এর জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় অনুযায়ী আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে।

বিদেশে যাঁরা পড়াশোনা করতে চান, তাঁদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন।

ইংরেজির ব্যাপক প্রচলন, ক্রমবর্ধমান অর্থনীতি, সহজে বসবাসের অনুমতি মেলা, কোর্স বেছে নেওয়ার স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বৈশ্বিক মানদণ্ডের কারণেও দেশটির প্রতি আগ্রহ অনেক শিক্ষার্থীর। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ বৃত্তিতে অর্থায়ন করে। বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা—

এনএল বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ৫ হাজার ইউরো করে পান।

অধ্যয়নের বিষয়—

প্রকৌশল, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, পর্যটন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ ও কলা নিয়ে পড়ার সুযোগ আছে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়—

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এনএল স্কলারশিপের আওতায় যে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সুযোগ পাবেন শিক্ষার্থীরা—

উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়

গ্রোনিংগেন বিশ্ববিদ্যালয়

ইরাসমাস বিশ্ববিদ্যালয় রটারডাম

মাস্ট্রিচ্ট বিশ্ববিদ্যালয়

ভিইউ আমস্টারডাম

রাডবাউড বিশ্ববিদ্যালয়

ডেলফ্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আইনডোহভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টোয়েন্টি বিশ্ববিদ্যালয়

থিওলজিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যাপেলডোর্ন

থিওলজিক্যাল বিশ্ববিদ্যালয় কাম্পেন

অ্যারেস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

আমস্টারডাম ইউনিভার্সিটি অফ দ্য আর্টস

আর্টইজেড ইনস্টিটিউট অফ দ্য আর্টস

ব্রেডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

কোডার্টস রটারডাম

ডিজাইন একাডেমি আইনডোহভেন

ফন্টিস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

জেরিট রিটভেল্ড একাডেমি

দ্য হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

হানজে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

হোটেলস্কুল দ্য হেগ

এইচ ইউ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস উট্রেখ্ট

আমস্টারডাম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

এইচএএন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

এইচকেইউ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

এইচজেড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

এনএইচএল স্টেন্ডেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

স্যাক্সিয়ন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস

ইউনিভার্সিটি অফ দ্য আর্টস, দ্য হেগ

জুইদ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস।

আবেদনের যোগ্যতা—

হল্যান্ডে এনএল বৃত্তির জন্য শিক্ষার্থীদের কিছু মানদণ্ড পূরণ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে আবেদনকারী শিক্ষার্থীদের। ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। নেদারল্যান্ডসের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলে এ বৃত্তিতে আবেদন করা যাবে না।

আবেদন পদ্ধতি—

আগ্রহী শিক্ষার্থীরা হল্যান্ডে এনএল বৃত্তির ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্যর জন্য এখানে করুন।

Lading . . .