Advertisement

ঘরের মাঠে টানা ছয় টেস্ট হারের পর অবশেষে দাপুটে জয়

প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫

ঘরের মাঠে টানা ছয় টেস্ট হারের পর অবশেষে দাপুটে জয়
ঘরের মাঠে টানা ছয় টেস্ট হারের পর অবশেষে দাপুটে জয়

হোম অ্যাডভান্টেজ সব দলই কাজে লাগায়। কিন্তু ঘরের মাঠে টেস্ট জিততে যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে নামার আগে টানা ছয় টেস্টে ঘরের মাঠে প্রতিপক্ষের কাছে নাকাল হয় টাইগাররা। অবশেষে সেই গেরো খুললো।

চট্টগ্রামে জিম্বাবুয়েকে এক ইনিংস এবং ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েই ছয় টেস্ট হারের দুঃখ ঘুচালো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজ শেষ করলো ১-১ সমতায়।

জিম্বাবুয়ে সিরিজের আগে সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টের সিরিজে নাকাল হয়েছিল বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটে এবং চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে টাইগারদের এক ইনিংস এবং ২৭৪ রানের বিশাল ব্যবধানে হারায় প্রোটিয়ারা।

সে বছরই মার্চে শ্রীলঙ্কাও নাকাল করে গিয়েছিল বাংলাদেশকে। সিলেটে প্রথম টেস্টে তারা স্বাগতিকদের হারায় ৩২৮ রানে, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জেতে ১৯২ রানের বড় ব্যবধানেই।

তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করলেও একটি টেস্ট হেরেছিল বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে কিউইদের ১৫০ রানে হারিয়েছিল টাইগাররা। তবে মিরপুরে লো স্কোরিং পরের টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪ উইকেটে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল।

সবমিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের আগে ঘরের মাঠে ছিল টানা ৫ হার। সিলেটে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে ৪ উইকেটে হেরে টানা ছয় ম্যাচ হারের বৃত্তে ঢুকে যায় বাংলাদেশ। অবশেষে সেই বৃত্ত ভাঙলো ইনিংস ব্যবধানে জয়ে।

Lading . . .