বড় লিডের পথে নিউজিল্যান্ড, হারের শঙ্কায় ভারত
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৪

পুনে টেস্টে চালকের আসনে বসেছে নিউজিল্যান্ড। ভারতকে নাকানিচুবানি খাওয়াচ্ছে কিউইরা। প্রথম ইনিংসে ২৫৯ রান করে ভারতকে মাত্র ১৫৬ রানে অলআউট করে দিয়েছে সফরকারীরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এতেই ভারতের সামনে দাঁড়িয়েছে ৩০১ রানের বড় লিড।
এই লিডকে তৃতীয় দিনে আরও বাড়িয়ে নেবে নিউজিল্যান্ড। ফলে ভারতের উপর চাপ বাড়তে থাকবে। প্রথম ইনিংসে যেখানে ভারত মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে গেছে, সেখানে নিউজিল্যান্ড যদি ৪০০ রানের কাছাকাছি লিড নেয়, তাহলে হারের শঙ্কায় পড়বে ভারত। এই ম্যাচ হেরে গেলে সিরিজও খোয়াবে স্বাগতিকরা।
বিস্তারিত আসছে...