প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৪

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
সোমবার (২১ অক্টোবর) ওই স্কুলের শিক্ষার্থীরা সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় অবরোধ করে। এসময় সড়কের দুপাশে গাড়ির জট লেগে যায়।
উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের পদত্যাগের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে রাস্তার দুপাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। কিছুদিন আগেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
পরে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেন। এতে করে তিন ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন