Advertisement

কুড়িগ্রামে জামায়াত নেতার ‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়া বিএনপি নেতাকে শোকজ

প্রকাশ: ১ মে, ২০২৫

24obnd

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াত নেতার ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়া বিএনপি নেতা আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্ত আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ৫২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার বায়তুলমাল (অর্থ) সম্পাদক রুবেল মিয়াকে হুমকি দিয়ে বলতে শোনা যায়, ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার। চেনো তুমি, এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক, চেনো বিএনপিকে।’

বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হওয়ায় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন ওরফে কায়কোবাদ স্বাক্ষরিত একটি নোটিশে বিএনপি নেতা আনিছুর রহমানকে শোকজ করা হয়েছে।

শোকজের চিঠিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন। ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য সামগ্রিকভাবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। এ কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ হবে না, তা পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হলো।’

হুমকি পাওয়া রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি পদ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিকেলে থানা মোড়ে তাঁকে ডেকে নিয়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন চড়থাপ্পড় মারেন, লাঞ্ছিত ও গালাগাল করেন। এ বিষয়ে তিনি এখনো মামলা করেননি। তবে দলের (জামায়াতে ইসলামী) ঊর্ধ্বতন নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করবেন।

এ বিষয়ে কথা বলতে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

Lading . . .