Advertisement

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ৩ মে, ২০২৫

গ্রেপ্তারপ্রতীকী ছবি
গ্রেপ্তারপ্রতীকী ছবি

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে সিলেট নগরের কাজলশাহ ও রিকাবীবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ওসমান আলী এবং নগরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি শফিকুর রহমান।

পুলিশ জানায়, এই দুজনের বিরুদ্ধে কোতোয়ালি ও জালালাবাদ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ একাধিক মামলা আছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, এসব মামলায় আজ তাঁদের আদালতে পাঠানো হবে।

Lading . . .