Advertisement

ব্যাংক থেকে গ্রাহকের পেনশনের টাকা চুরি

প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৪

ব্যাংক থেকে গ্রাহকের পেনশনের টাকা চুরি
ব্যাংক থেকে গ্রাহকের পেনশনের টাকা চুরি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যাংক থেকে এক গ্রাহকের পেনশনের টাকা চুরির ঘটনা ঘটেছে। মো. খলিলুর রহমান নামের সত্তর বছর বয়সী ওই গ্রাহকের হাতে থাকা শপিং ব্যাগ ব্লেড দিয়ে কেটে এক লাখ টাকা নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন সোনালী ব্যাংকের কলেজ গেট শাখায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. খলিলুর রহমান একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। ২০১৪ সালে তিনি খাদ্য বিভাগের ইনস্পেক্টর হিসেবে অবসরে যান। তিনি ওই ব্যাংক থেকে পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন।

এ ঘটনায় মো. খলিলুর রহমান মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ নিয়ে গেলেও পরে আর কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করেননি। তবে তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, ওই দিন বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের কলেজ গেট শাখা থেকে পেনশনের এক লাখ ৪২ হাজার টাকা উত্তলন করেন মো. খলিলুর রহমান। সেই টাকা হাতে থাকা শপিং ব্যাগে রেখে তিনি নতুন চেক বই নিতে ব্যাংকের ভেতরে যান। এ সময় হাতে থাকা সেই শপিং ব্যাগ ব্লেড দিয়ে কেটে এক লাখ টাকা নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। সঙ্গে সঙ্গে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানান ও পরে থানায় অভিযোগ নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন, ওই ব্যাক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখেছে। ভুক্তভোগীকে মামলা করতে বলা হলেও তিনি তা করেননি। মামলা বা জিডি না হলে পুলিশের পক্ষে বিষয়টি তদন্ত করা কঠিন। তাই ভুক্তভোগীকে আগামীকাল আরেকবার মামলা করার জন্য বোঝানো হবে।

আরও পড়ুন

Lading . . .