Advertisement

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

প্রকাশ: ১ মে, ২০২৫

গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তোলাছবি: প্রথম আলো
গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তোলাছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় জাহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছুড়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাগলা বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ফতুল্লার পাগলা বাজার এলাকার লোহার ব্যবসায়ী। তাঁর বাবার নাম আফসার করিম। তাঁর বাড়ি রাজধানীর শ্যামপুর এলাকায়। পাগলা বাজারে তাঁদের আফসার করিম মার্কেট রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ব্যবসায়ী জাহিদুল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন। পাগলা বাজার থেকে ফল কিনে তাঁর ব্যক্তিগত গাড়িতে ওঠার সময় হঠাৎ মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ব্যবসায়ী জাহিদুল পেটে ও হাতে গুলিবিদ্ধ হন। এ সময় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, ওই ব্যবসায়ী গাড়িতে ওঠার সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এতে ওই ব্যবসায়ীর বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Lading . . .