Advertisement

‘মার্চ টু যমুনা’য় পুলিশের বাধা, কাকরাইলে

প্রকাশ: ২০ মে, ২০২৫

‘মার্চ টু যমুনা’য় পুলিশের বাধা, কাকরাইলে
‘মার্চ টু যমুনা’য় পুলিশের বাধা, কাকরাইলে

ঢাকা: বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তৈরি পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার পর রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যেতে থাকেন তিনটি পোশাক কারখানার শ্রমিকরা।

বিকেল ৩টায় মিছিলটি কাকরাইল মসজিদ মোড়ে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয়। এরপর থেকে তারা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে কাকরাইল মসজিদ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মৎস্যভবন থেকে কাকরাইলমুখী সড়কে চলাচলকারী যানাহনও আংশিক বাধাগ্রস্ত হচ্ছে।

বিকেল সোয়া ৩টায় বৃষ্টি শুরু হলেও অবস্থান ছাড়েননি পোশাক শ্রমিকরা। বৃষ্টিতে ভিজেই তাদের আন্দোলন চালিয়ে যেতে দেখা যায়।

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া পোশাক শ্রমিকদের মধ্যে রয়েছেন আশুলিয়ায় অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেড, গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের আটটি প্রতিষ্ঠান ও ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

তাদের বকেয়া বেতনের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

এসসি/এইচএ/

Lading . . .