Advertisement

নারায়ণগঞ্জে স্বস্তির বৃষ্টি, সড়কে হাঁটুপানি জমে ভোগান্তি

প্রকাশ: ৩ মে, ২০২৫

নারায়ণগঞ্জ শহরে বৃষ্টি পানিতে ডুবে থাকা সড়কের নোংরা পানিতে নেমে অনেকেই গন্তব্যে যান। আজ দুপুরে চাষাঢ়া বিবি রোড এলাকায়ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ শহরে বৃষ্টি পানিতে ডুবে থাকা সড়কের নোংরা পানিতে নেমে অনেকেই গন্তব্যে যান। আজ দুপুরে চাষাঢ়া বিবি রোড এলাকায়ছবি: প্রথম আলো

টানা কয়েক দিনের গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থা কাটিয়ে আজ শনিবার দুপুরে হঠাৎ নারায়ণগঞ্জ শহরে নামে একপশলা স্বস্তির বৃষ্টি। তবে সামান্য বৃষ্টিতেই নগরের প্রধান সড়কে জমে হাঁটু পানি। পয়োনিষ্কাশনের দূষিত পানিতে ছড়িয়ে পড়ে সড়কজুড়ে। এতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ যানবাহনের যাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা জানায়, আজ বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে নগরের চাষাঢ়া, উকিলপাড়া, গলাচিপা, নন্দীপাড়া সড়কসহ বিভিন্ন স্থানের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। চাষাঢ়ার সায়াম প্লাজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, হক প্লাজা, পানোরামা প্লাজার সামনের সড়কে পয়োনিষ্কাশনের দূষিত পানি সড়কে ছড়িয়ে পড়ে। অনেককেই বাধ্য হয়ে নোংরা পানিতে নেমে গন্তব্যে যেতে দেখা গেছে।

পানোরামা প্লাজা মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন গৃহিণী সোনিয়া আক্তার। তিনি বলেন, বৃষ্টি স্বস্তি দিলেও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ধীরগতিতে পানি নিষ্কাশনের নালা নির্মাণকাজের কারণে নগরবাসীকে এই দুর্ভোগ পোহাতে হয়েছে। এর জন্য সিটি করপোরেশন দায়ী।

নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম। তিনি জানান, বৃষ্টির পানি সরার ব্যবস্থা নেই। পয়োনিষ্কাশনের নালা নির্মাণকাজের ধীরগতিতে এই সমস্যা তৈরি হয়েছে। বৃষ্টি বেশি হলে ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে।

জলাবদ্ধ স্থানগুলোতে পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি জানান, সিটি করপোরেশনের উদ্যোগে বিবি রোডের প্রধান সড়কের দুই পাশে নালা নির্মাণকাজ চলছে। এ কারণে অনেক স্থানে নালা বন্ধ আছে। তাই জলাবদ্ধ স্থানে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

Lading . . .